Mysterious death : কমলপুরে ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হল এক সরকারী কর্মচারীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ কমলপুর শহরে এস ডি এম অফিসের থেকে ঢিল ছুড়া দূরত্বে এক ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে মহকুমাশাসক অফিসের এক কর্মচারীর৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷কমলপুর মহকুমা শাসক অফিস থেকে ঢিল ছুড়ার দূরত্বে এক ভাড়া বাড়িতে রহস্যজনক ভাবে ঘুমের মধ্যেই মৃত্যু হল মহকুমা শাসক অফিসের এস্টাব্লিশমেন্ট সেকশনের বড়বাবু জীতেশ দেববর্মার (৪০)৷ তিনি কমলপুরে কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান শান্তি ভূষন ভৌমিকের বাড়িতে ভাড়া থাকতেন৷


বুধবার সকালে উনার পার্শবর্তী ভাড়াটিয়া তথা মহকুমা শাসক অফিসের কর্মী সমরেশ দেববর্মা উনাকে ডাকাডাকি করে অফিসে চলে যান৷ এর পর মহকুমা শাসককে জানিয়ে কয়েকজন কর্মী সহ ডিসিএম উনার ভাড়া বাড়িতে উপস্থিত হন৷ বহুবার ডাকাডাকি এবং ফোন কল করার পরও জীতেশ বাবু উত্তর না দেওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়৷ দেখা যায় উনার নিথর দেহ পরে আছে বিছানায়৷ খবর যায় পুলিশে৷ এ বিষয়ে উনার পার্শর্বতী ভাড়াটিয়া সমরেশ দেববর্মা জানান, কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা কিছুই বুঝতে পারছেন না৷মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷উনার বাড়ির লোকজন আসার পর মৃতদেহের ময়না তদন্ত সহ বাকী কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয় মহকুমা শাসকের অফিস থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *