নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। শিক্ষাভবনের উচ্চশিক্ষা দপ্তরের কনফারেন্স হলে আজ রাজ্যভিত্তিক শিক্ষক দিবস-২০২১ ও সুকান্ত জন্মজয়ন্তী-২০২১ উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রন, উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা, কমিটির সদস্য ও সদস্যাগণ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৪ আগস্ট রাজ্যভিত্তিক কবি সুকান্ত জন্মজয়ন্তী-২০২১ বিশালগড় মহকুমায় অনুষ্ঠিত হবে৷ কোভিড স্বাস্থ্য বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর রাজ্যভিত্তিক ৬০তম শিক্ষক দিবস আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে অনুষ্ঠিত হবে।
অন্যান্য বছরের মতো এবছরও শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের ২জন বিশিষ্ট শিক্ষাবিদকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, পূর্বতন মহারাজাদের আদর্শ অনুসারে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ অবদানের জন্য ২জন বিশিষ্ট ব্যক্তিকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য সম্মান, ত্রিপুরার শিক্ষা, সাহিত্যের ও সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য ২জন বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বকে মহারাণী তুলসীবতি সম্মান এবং ত্রিপুরার শিক্ষার ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য ২জন ব্যক্তিত্বকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান দেওয়া হবে। এছাড়া রাজ্যের ৯টি স্কুল ও ২টি কলেজকে বেস্ট অ্যাওয়ার্ডও দেওয়া হবে৷ এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয় শিক্ষক দিবসকে সামনে রেখে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর-২০২১ শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনা সভারও আয়োজন করা হবে।
কবি সুকান্ত জন্মজয়ন্তী ও শিক্ষক দিবস ২টি অনুষ্ঠানকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে চেয়ারম্যান, বিদ্যালয় শিক্ষা সচিব সৌম্যা গুপ্তাকে ভাইস চেয়ারম্যান, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্ৰনকে আহ্বায়ক এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা অনিমেষ দেববর্মা ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের শাখা আধিকারিক মোহম্মদ সেলিমকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্যের রাজ্যভিত্তিক অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। সভাশেষে শিক্ষামন্ত্রী শ্রীনাথ এই উদযাপন অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সমস্ত কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে করা হয় সেই দিকে সচেতন থেকে কমিটির সমস্ত সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।