নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ।। বুধবার কমলপুর মহকুমার প্রত্যন্ত জামথুম এসবি স্কুল সংলগ্ন কনফারেন্স হলে ডি ওয়াই এফ আই কমলপুর বিভাগীয় কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়।
ধলাই জেলার কমলপুরের জামথুম এসবি স্কুল সংলগ্ন কনফারেন্স হলে ডি ওয়াই এফ আই কমলপুর বিভাগীয় কমিটির কনভেনশনে এদিন ডি ওয়াই এফ আইয়ের কনভেনশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব। তাছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ডিওয়াই এফ আই কমলপুর বিভাগীয় সম্পাদক সুবীর দেব সহ অন্যান্য যুব নেতৃত্ব। এদিন কনভেনশনে মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে যুবক- যুবতীরা উপস্থিত ছিলেন।
কনভেনশনে যুব সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব এক সাক্ষাতকারে বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির মধ্য দিয়েই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করা হবে।বাম যুব সংগঠনের বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে বাম সমর্থিত যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয।