Executive meeting held : বিজেপির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ জুলাই৷৷ আজ বুধবার সকাল দশটায় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায়৷ দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রগীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, ভারতমাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ৷

বৈঠকের শুরুতে গত এক বছরে জেলার প্রয়াত কার্যকর্তাদের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ শোক প্রস্তাব পেশ করেন জেলা কমিটির অফিস সম্পাদক ত্রিদিব দাস৷সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার৷বিজেপি জোট সরকারের বিগত তিন বছরের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহ-সভাপতি তথা ৩০ বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া৷

রাজনৈতিক প্রস্তাব পেশ করেন জেলা কমিটির অন্যতম সহ-সভানেত্রী সবিতা নাগ৷’সেবা হি সংগঠন’ কর্মসূচির ওপর আলোচনা করেন জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার৷জেলার আগামী দিনের কর্মসূচির বিবরণ পেশ করেন জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক শ্রী উত্তম দে৷বক্তব্য রাখেন বিধায়কদ্বয় যথাক্রমে বিপ্লব ঘোষ ও রঞ্জিত দাস৷ জেলার অন্তর্গত ৭ টি মন্ডল সভাপতিগণ বিগত এক বৎসরের নিজ নিজ মন্ডলের কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন৷ জেলার সাত মোর্চার সভাপতি গণ তাদের কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন৷বৈঠকে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ তিনি বক্তব্যে জেলায় সংগঠনকে মজবুত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি দল ও সরকারের সমন্বয় এবং সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচিগুলিকে মানুষের দরবারে পৌঁছে দিতে আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *