শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে পাকিস্তানী লস্কর-ই-তৈবা কমান্ডার আইজাজ ওরফে আবু হুরাইরা। এছাড়াও স্থানীয় দু’জন জঙ্গিও নিকেশ হয়েছে এনকাউন্টারে। পুলওয়ামা শহরের ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা প্রধান শহরে লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী।
সেই খবর পাওয়ার পর মঙ্গলবার গভীর রাত থেকে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সারারাত চলতে থাকে অভিযান, বুধবার সকালে পুনরায় গুলির লড়াই শুরু হলে নিকেশ হয় ৩ জন সন্ত্রাসবাদী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা-এনকাউন্টরে নিকেশ হয়েছে পাকিস্তানী লস্কর-ই-তৈবা কমান্ডার আইজাজ ওরফে আবু হুরাইরা এবং দু’জন স্থানীয় সন্ত্রাসবাদী।