অসম : সৰ্বানন্দ-রিজিজু অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সিসিপিএ-তে, উত্তরপূর্বের প্রতি তাঁর দায়বদ্ধতা ফের প্রমাণ করলেন প্ৰধানমন্ত্ৰী, মত

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্ৰিসভার সবচেয়ে গুরুত্বপূৰ্ণ রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স সংক্ষেপে সিসিপিএ)-তে অসমের সৰ্বানন্দ সনোয়াল এবং অরুণাচল প্রদেশের কিরেন রিজিজুকে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী ফের প্রমাণ করলেন, উত্তর-পূর্বাঞ্চলকে কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি, কতটা দায়বদ্ধ, মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ৭ জুলাই কেন্দ্ৰীয় পূর্ণমন্ত্ৰী (ক্যাবিনেট) পদে শপথ নিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং অরুণাচল প্রদেশের সাংসদ তথা সদ্যপ্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের স্বতন্ত্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। শপথগ্রহণের পর এদিন সন্ধ্যায় সর্বানন্দকে বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষ দফতর এবং কিরেন রিজিজুকে আইন দফতরের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল সোমবার পুনর্গঠিত ক্যাবিনেট কমিটিতে সর্বানন্দ সনোয়াল এবং কিরেন রিজিজুর অংশগ্ৰহণ করার ঘটনায় অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের প্ৰতি মোদী সরকার কতটা গুরুত্ব দেন তা আবারও প্ৰমাণ করেছে, অভিমত ওয়াকিবহাল মহলের।

মন্ত্ৰিসভার সবচেয়ে গুরুত্বপূৰ্ণ রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে সনোয়াল, রিজিজু ছাড়াও নেওয়া হয়েছে পরিবেশ ও শ্ৰমমন্ত্ৰী ভূপেন্দ্ৰ যাদব, স্বাস্থ্যমন্ত্ৰী মনসুখ মাণ্ডব্য এবং গ্ৰামোন্নয়ন মন্ত্ৰী গিরিরাজ সিংকে। এই সব কয়টি দফতরের মন্ত্ৰীদের প্ৰথমবারের মতো রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে অন্তৰ্ভুক্ত করা হয়েছে। এছাড়া ক্ৰীড়া, তথ্য ও সম্প্ৰচার দফতরের মন্ত্ৰী অনুরাগ ঠাকুর এবং জনজাতি পরিক্ৰমা মন্ত্ৰী অৰ্জুন মুণ্ডাকেও এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। রবিশংকর প্ৰসাদের জায়গায় রিজিজু এবং প্ৰকাশ জাভড়েকরের স্থলে অনুরাগ ঠাকুরকে নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁদের ছাড়াও রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে অন্তৰ্ভুক্ত করা হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্ৰী স্মৃতি ইরানিকেও। স্মৃতি ইরানিও প্ৰথমবারের মতো সিসিপিএ-তে অন্তৰ্ভুক্ত হয়েছেন।

অন্যদিকে এই কমিটিতে থাওরচাঁদ গেহলটের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে সামজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্ৰী ডা. বীরেন্দ্ৰ কুমারকে। সিসিপিএ-তে আরও কয়েকজন যুব ক্যাবিনেট মন্ত্ৰীকে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্যকে বিনিয়োগ ও বিকাশ বিভাগের ক্যাবিনেট কমিটিতে স্থান দেওয়া হয়েছে। রেলমন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণব এবং ক্ষুদ্ৰ ও মধ্যম উদ্যোগ মন্ত্ৰী নারায়ণ টাটু রাণেকেও এই কমিটিতে অন্তৰ্ভুক্ত করেছেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *