নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে রাজ্যের কিউ প্রজাতির আনারস পাঠানো হয়েছে৷ আজ সকালে আখাউড়া চেক পোস্ট দিয়ে রাজ্যে উৎপাদিত কিউ প্রজাতির ৪০০টি আনারস বাংলাদেশে পাঠানো হয়৷
শুভেচ্ছা উপহার হিসাবে আনারসের বা’গুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক উদোত ঝা-এর হাতে তুলে দেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা, উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া ও আখাউড়া স্থলবন্দরের ম্যানেজার দেবাশিষ নন্দী৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠানো আনারসের বা’গুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা বলেন, প্রতিবেশি দুই দেশের বন্ধত্বপূর্ণ সম্পর্কের চিহ্ণ হিসাবে এই শুভেচ্ছা উপহার পাঠানো হচ্ছে৷
উল্লেখ্য, সম্পতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছিলেন৷ উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. জমাতিয়া বলেন, কিউ প্রজাতির এই আনারসগুলো কুমারঘাট ও অম্পি থেকে সংগ্রহ করা হয়েছে৷ প্রতিটি আনারসের ওজন দেড় থেকে দুই কেজি৷