BRAKING NEWS

হরিয়ানায় বিজেপির সভায় চাষিদের হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চণ্ডীগড়, ১০ জুলাই (হি.স.): শনিবার হরিয়ানার বিজেপির দু’টি সভায় হামলা করলেন কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। হরিয়ানার যমুনানগর ও হিসার জেলায় সংঘর্ষ হয়। দু’টি সভাতেই রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাদের আসার কথা ছিল। অশান্তির ভয়ে আগেই ওই অঞ্চলে বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ধিরে ফেলা হয় সভাস্থল। কিন্তু কৃষকরা ট্র্যাকটর দিয়ে ব্যারিকেড ভেঙে দেন।

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ছয় মাসেরও বেশি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। হরিয়ানার যমুনানগর ও হিসার জেলায়ও দীর্ঘদিন ধরে কৃষকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। কৃষকরা আগেই ঘোষণা করেছিলেন, বিজেপি অথবা জননায়ক জনতা পার্টিকে সভা করতে দেওয়া হবে না। অশান্তির ভয়ে আগেই ওই অঞ্চলে বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ধিরে ফেলা হয় সভাস্থল। কিন্তু কৃষকরা ট্র্যাকটর দিয়ে ব্যারিকেড ভেঙে দেন। রাজ্যের পরিবহণ মন্ত্রী মূলচাঁদ শর্মার এদিন যমুনানগরে এক সভায় ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়। হিসার জেলায় গুরু জামবেশ্বর বিশ্ববিদ্যালয়ে এক সভায় রাজ্য বিজেপির সভাপতি ওম প্রকাশ ধনকরের ভাষণ দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের গেটে এদিন বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। দুপুরে কৃষকরা বিশ্ববিদ্যালয়ের গেটে আসেন। তাঁরা বলেন, বিজেপির অনুষ্ঠান বাতিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *