BRAKING NEWS

Pratima Bhowmik : ত্রিপুরা পেল কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই : ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথম ত্রিপুরার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিস্তারে সাংসদ প্রতিমা ভৌমিক মন্ত্রিত্ব পেয়েছেন। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। রাষ্ট্র মন্ত্রী হিসেবে তাঁর নিযুক্তি হয়েছে। এমনটাই দাবি সূত্রের। উত্তর-পূর্বাঞ্চল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৩ জন। বাদ গেছেন ১ জন।

প্রসঙ্গত, মোদী-২ সরকারের প্রথম মন্ত্রিসভার বিস্তার হচ্ছে। চুলচেরা বিশ্লেষণ শেষে সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা ঘোষণা দেওয়া হবে। অবশ্য, তালিকা তৈরী হয়ে গেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ সিংহ গাঙ্গওয়ার এবং রমেশ নিশাঁক পোখরেল মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ড. হর্ষ বর্ধন। সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বিস্তারে উত্তর-পুর্বাঞ্চল থেকে অন্তত ৩ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে সবার প্রথমে রয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সূত্রের দাবি, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ প্রতিমা ভৌমিকও কেন্দ্রীয় সরকারে রাষ্ট্রমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। এখন শুধুই আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *