BRAKING NEWS

Puri Jagannath : পুরী ছাড়া ওডিশার অন্যত্র হবে না রথযাত্রা : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): পুরী ছাড়া ওডিশার অন্য কোথাও হবে না রথযাত্রা । করোনা পরিস্থিতি ওডিশা সরকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে রাজ্যের অন্যান্য জেলাতেও রথযাত্রার আয়োজন করতে চেয়ে আদালতে যেসমস্ত আবেদন করা হয়েছিল মঙ্গলবার তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছরও ভক্তবিহীন রথযাত্রা হচ্ছে পুরীতে। কিন্তু ওডিশার অন্যান্য অংশে রথযাত্রার অনুমতি দেয়নি নবীন পট্টনায়েক প্রশাসন। এর বিরুদ্ধে আদালতে একগুচ্ছ পিটিশান জমা পড়ে। এদিন সেই সমস্ত পিটিশান খারিজ করে দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। জানিয়ে দেন ওডিশা সরকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। রায়দানের সময় প্রধান বিচারপতি বলেন, “আশা করি ঈশ্বর আগামী বছর রথযাত্রার অনুমতি দেবেন।” তিনি আরও বলেন, “আমি নিজে প্রতি বছর পুরী যাই। তবে গত দেড় বছরে আমার সেখানে যাওয়া হয়নি। বাড়িতেই পুজো করছি। বাড়িতেও প্রার্থনা করা যায়। রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”


প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিল তা মেনেই এবারও রথযাত্রা পালিত হবে বলে নির্দেশ জারি করে ওডিশা সরকার। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, একমাত্র পুরী ছাড়া ওড়িশার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না। সেই মত এবারও করোনাবিধি মেনেই পালিত হবে পুরীর  রথযাত্রা। থাকবে না কোনও রকম ভক্ত সমাগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *