Tripura Police : গণপ্রহারে তিন যুবকের মৃত্যুকান্ডে পুলিশ গ্রেপ্তার করল এক অভিযুক্তকে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুলাই৷৷ তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর থানার অন্তর্গত উত্তর মহারানী পুর ত্রয়ী হত্যাকাণ্ডের গোপন তথ্য পুলিশের হাতে৷ এই ত্রয়ী হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ক্রমাগত তদন্ত চালিয়ে যাচ্ছে উত্তর মহারানী পুর এলাকায়৷ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে কল্যাণপুর উত্তর মহারানীপুরে ত্রয়ী হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত গ্রেফতার করতে সক্ষম হয়৷ আজ আদালতে তোলা হয় অভিযুক্তকে৷ অভিযুক্ত রিপন দেববর্মা খোয়াই জেলা আদালত তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠায়৷


আগামী সোমবার তাকে আদালতে তোলা হবে বলে তেলিয়াপাড়া মহাকুমার পুলিশ আধিকারিক সোনা চরণ দেববর্মা জানান৷ কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুর এলাকায় গরু চোর সন্দেহে গণধোলাইয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ বৃহস্পতিবার উত্তর মহারানীপুর এলাকা থেকে রিপন দেববর্মা (২৪) পিতা রামানন্দ দেববর্মা বাড়ি উত্তর মহারানীপুর তেলিয়ামুড়া এসডিপিও সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে কল্যাণপুর থানার পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত কিছুই জানাতে নারাজ৷ তবে ইতিমধ্যে পুলিশ অনেক তথ্য সংগ্রহ করেছে৷ উল্লেখ্য গত ২০ জুন কাকভোরে কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুর এলাকায় পাঁচটি গরু সহ চোরচক্রের তিনপান্ডাকে আটক করে গণধোলাইয়ে গুরুতর জখম করা হয়৷ পরবর্তী সময়ে তিনজনেরই মৃত্যু হয় জিবি হাসপাতালে৷ নিহতরা (১) জাহেদ হোসেন (২৮) পিতা- আব্দূল হক বাড়ি-সোনামুড়া রাঙ্গামাটিয়া (২) বিল্লাল মিয়া (৩০) পিতা- হারুন মিয়া বাড়ি- রবীন্দ্রনগর সোনামুড়া (৩) সাইফুল ইসলাম (১৮) পিতা- তাজুল ইসলাম বাড়ি- বড়দুয়াল সোনামুড়া৷ অভিযোগ চাম্পাহওয়া থানা এলাকা থেকে পাঁচটি গরু চুরি করে টিআর ০১ এএল ১৬৬২ নাম্বারের ডি আই বলোরো পিকআপ গাড়ি নিয়ে পালানোর সময় উত্তর মহারানীপুর আশ্রম কোবরা পাড়া এলাকায় গ্রামবাসীর খম্পড়ে পড়ে৷


গাড়িটি একসময় লাইনচ্যুত হয়৷ দুটি সানে তিনজনকে ঘটনাস্থলেই বেধড়ক লাঠিপেটা করে উত্তেজিত জনতা৷ তাদের উদ্ধার করে কল্যাণপুর এবং মুঙ্গিয়াকামী হাসপাতালে নিয়ে আসলে অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই তিনজনের মৃত্যু হয়৷ ঘটনায় কল্যানপুর থানার পুলিশ সদোপ্রণোদিত মামলা নেয়৷ মামলা নং- ২০২১/৭০ আন্ডার সেকশন ৩৪২/৩০৭/৩২৫/৩৪ আইপিসি৷ এই মামলা আমলে পুলিশ খোয়াই জেলা আদালতে পুলিশ রিমান্ড চেয়ে আবেদন রাখেন৷ বিকেল সাড়ে তিনটায় অভিযুক্ত রিপন দেববর্মাকে খোয়াই আদালতের তুলেছেন বলে জানা গেছে৷