নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ কুমারঘাটের পূর্ব রাইতুইসা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় মঙ্গলবার রাতে আগ্ণেয়াস্ত্র সহ পুলিশ এক যুবককে আটক করেছে৷ মঙ্গলবার রাতে সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ পূর্ব রাইতুইসা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় একটি বাড়িতে হানা দেয়৷ বাড়িতে তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ৷ উদ্ধার হয় কার্তুজ ভর্তি দুটি দেশী বন্দুক৷
পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে কুমারঘাট থানা এলাকার পূর্ব রাইতুইসা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় জোৎস্না রিয়াংএর বাড়িতে আগ্ণেয়াস্ত্র মজুত রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং এবং থানা আধিকারিক প্রদ্যুত দত্তের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী হানা দেয় ঐ বাড়িতে৷ তল্লাশিতে উদ্ধার হয় কার্তুজ ভতির্ি দুটো দেশী বন্দুক৷ আরো একটি বন্দুক তৈরি সামগ্রী উদ্ধার হয় সেখান থেকে৷
আগ্ণেয়াস্ত্র রাখার অপরাধে হিমনজয় রিয়াংকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক জানান অস্ত্র আইনে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বুধবার সকালে ধৃত যুবককে আদালতে সোপার্দ করেছে পুলিশ৷