নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনকর্মীরা মঙ্গলবার সাত-সকালে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর বাজার সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা একটি মারুতি গাড়ি করে জুম বাড়ি এলাকা থেকে অবৈধ কাঠ পাচার হচ্ছে৷ এই খবরের ভিক্তিতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সহ বনদপ্তরের কর্মীদের নিয়ে নয়নপুর ব্রিজ সংলগ্ণ এলাকায় উৎপেতে বসে থাকে৷
অন্যদিকে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি প্রত্যক্ষ করে গাড়িটিকে ধাওয়া করেন৷
পরে অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি নয়নপুর বাজার সংলগ্ণ এলাকায় আসতেই অন্য দিক থেকে বনদপ্তরের কর্মীরা আরেকটি গাড়ি করে সামনে আসতেই অবৈধ কাঠ বুঝাই মারুতি গাড়িতে থাকা চালক ও সহ চালক গাড়িটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়৷
পরে তেলিয়ামুড়া বনদপ্তর এর কর্মীরা মারুতি গাড়ির সহ অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া স্থিত গামাই বাড়ি রেঞ্জ অফিসে নিয়ে আসে৷ পরে এ ব্যাপারে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, অবৈধ কাঠের বাজারমূল্য প্রায় আনুমানিক ৩৫ হাজার টাকা৷ এদিকে বনদপ্তরের একটি পরিসংখ্যান থেকে জানা যায়,,, গত ৩ মাসে খোয়াই জেলার মধ্যে বণ-কর্মীরা ১০ টি গাড়ি আটক করে অবৈধ কাঠ সহ, ১৯ টি জি.ডি. এন্িন্ট হয় থানায়, রাউন্ড কাঠ উদ্ধার করে ৪৫ কাম এবং অন্যান্য সাইজের অবৈধ মূল্যবান কাঠ ৩৫ কাম বলে জানা যায়৷

