নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৭ জুন৷৷ গাড়ীর ধাক্কায় গুরুতর ৪(চার)পথচারী৷ ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় আটটা নাগাদ গন্ডাছড়া-আমবাসা রোডের জগবন্ধু পাড়া এলাকায়৷ এই সময় জগবন্ধু ক্যাম্প পাড়ার ৪(চার)যুবক রাস্তায় হাটছিল৷ এমন সময় পেছনের দিক থেকে একটি অল্টো গাড়ী এসে চার যুবককে সজোরে ধাক্কা দিয়ে দূত পালিয়ে যাওয়ার সময় গাড়ীটিও উল্টে যায়৷ যদিও চালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷
আহতদের চিৎকারে আশপাশের এলাকার মানুষ ছুটে এসে দ্রুত তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ আহতরা হলেন বিকাশ মগ(১৪), বিশ্বজিৎ মগ(১৫), চোতুহং মগ(১৮) এবং বিশাল দেববর্মা (২০)৷ এর মধ্যে চোতুহং মগের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷ বাকিদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসা চলছে৷ দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এমডিসি ভুমিকানন্দ রিয়াং, ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডলের অফিস সম্পাদক থাইসা মগ, ধলাই জেলা যুব মোর্চা সম্পাদক দীপ দাস, যুব মোর্চা রাইমাভ্যালি মন্ডল সভাপতি সজল মল্লিক৷ তারা আহতদের চিকিৎসার খোজ খবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন৷ এদিকে গন্ডাছড়া থানার পুলিশ রাতেই দুর্ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ সন্ধ্যা রাতে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

