মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি প্রদেশ কংগ্রেসের কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ তম বার্ষিকী উপলক্ষে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সারা দেশব্যাপী স্মরণ করা হবে৷


এর জন্য রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের অবদান স্মরণ করা হবে৷ প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ তিনি জানান ১৯৭১ সালে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল এবং এর পেছনে ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা ছিল তা রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে তুলে ধরা হবে৷

কারণ তৎকালীন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের অবদান ছিল ঐতিহাসিক৷ তাই এই কর্মসূচিতে বর্ষব্যাপী অনুষ্ঠিত হবে৷ কারণ দেশের ৫০ বছরের নিচে যারা রয়েছেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্কে অবগত নয়৷ বিশেষ করে আগামী ২১ জুলাই, ৩ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর কর্মসূচি অনুষ্ঠিত করা হবে৷ রক্তদান শিবির, মুক্তি যোদ্ধাদের স্মরণ করা এবং ছাত্র-ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতার সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷ কারণ বাংলাদেশের পক্ষ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একাধিকবার বিভিন্নভাবে পুরসৃকত করেছেন৷ বন্ধুত্বমূলক সম্পর্ক আগামী দিনে বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কংগ্রেস৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পীযূষ কান্তি বিশ্বাস৷ এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ, প্রাক্তন বিধায়ক তাপস দে সহ অন্যান্য নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *