নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): টিকা নিতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আর সেটা করার জন্য মোবাইল ফোনটিই যথেষ্ট, প্রয়োজন ইন্টারনেটের। পদ্ধতিও খুবই সহজ। কিন্তু, প্রশ্ন হল যাঁদের মোবাইল নেই, নেই যাঁদের ইন্টারনেট, তাঁদের ক্ষেত্রে কী হবে? এই প্রশ্নই তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, “যাঁদের কাছে ইন্টারনেট নেই, বেঁচে থাকার অধিকার তাঁদেরও আছে।” বৃহস্পতিবার সকালে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “ভ্যাকসিনের জন্য শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন যথেষ্ট নয়, টিকাকরণ কেন্দ্রে যাওয়া প্রত্যেকের টিকা পাওয়া উচিত।” রাহুল এরপর লেখেন, “যাঁদের কাছে ইন্টারনেট নেই, বেঁচে থাকার অধিকার তাঁদেরও আছে।”
ভারতে প্রথম পর্বে ৬০ বছর বয়স্কদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এরপর শুরু হয় ৪৫ বা তার বেশি বয়স্কদেরও টিকাকরণ। এখন ১৮ বছর বা তদূর্ধ্বদেরও টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা নিতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলে কোউইন অ্যাপ খুলে অথবা cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু, মোবাইল না থাকার কারণে, মোবাইল থাকলেও ইন্টারনেটের জন্য অনেকেই রেজিস্ট্রেশন করতে পারছেন না।
2021-06-10

