নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): ‘মক ড্রিল’-এর অংশ হিসেবে পাঁচ মিনিট বন্ধ করে দেওয়া হয়েছিল অক্সিজেনের জোগান। অক্সিজেনের অভাবে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জন রোগীর। এই মিডিয়া রিপোর্ট প্রকাশ্যে আসতেই উত্তর প্রদেশ সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। “বিজেপির শাসনে অক্সিজেন ও মানবতা, উভয়েরই ভীষণ অভাব”-এভাবেই তোপ দেগেছেন রাহুল গান্ধী।
ভাইরাল হওয়া একটি ভিডিও-তে এক ব্যক্তিকে (আগ্রার পরশ হাসপাতালের মালিক আরিঞ্জয় জৈন) বলতে শোনা গিয়েছে, ‘মক ড্রিল’-এর অংশ হিসেবে গত ২৬ এপ্রিল হাসপাতালে পাঁচ মিনিটের জন্য অক্সিজেনের জোগান বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন বেঁচে ফিরতে পারেননি ২২ জন। তাঁকে আরও বলতে শোনা যায়, সেদিন হাসপাতালে অক্সিজেনের আকাল ছিল। রোগী ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলা হলেও কোনও পরিবারের লোকজন তাতে রাজি হননি।
এই ভিডিও ও সেই সংক্রান্ত মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে রাহুল গান্ধী মঙ্গলবার টুইট করে লিখেছেন, “বিজেপি শাসনে অক্সিজেন ও মানবতা দু’টোরই ভীষণ অভাব রয়েছে। এই অপরাধের জন্য দায়ী সকলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। অত্যন্ত দুঃখের সময় মৃতদের পরিজনদের প্রতি আমার সমবেদনা।” যদিও ২৬ এপ্রিল ওই বেসরকারি হাসপাতালে ২২ জনের মৃত্যু হওয়ার দাবি উড়িয়ে দিয়েছেন আগ্রার জেলাশাসক প্রভু এন সিং। তিনি দাবি করেন, ২৬ এবং ২৭ এপ্রিল পরশ হাসপাতালে মাত্র ৭ জনের মৃত্যু হয়েছিল। তাঁর আশ্বাস, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উত্তর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রী জয়প্রতাপ সিং জানিয়েছেন, “পরশ হাসপাতালে অক্সিজেন সরবরাহে ত্রুটি নিয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”
2021-06-08