ফরেস্ট রেঞ্জ অফিসে ঘুঘুর বাসা ধবংসের পথে সরকারি রাবার বাগান

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ জুন৷৷ ফরেস্ট রেঞ্জার বাবুল দেববর্মার অনীহার কারণে ধবংসের মুখে বিলোনিয়া পুরাতন মতাইয়ের সরকারি রাবার বাগান৷ এমনই অভিযোগ উঠছে সরকারি রাবার বাগানের দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জারের বিরুদ্ধে৷ পাশাপাশি এ বাগানের কর্মীরা, কাজ হারানোর ভয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷


সরকারি রাবার বাগানের কর্মীরা বারবার রাবার বোর্ড সহ দক্ষিণ জেলা শাসকের দ্বারস্থ হওয়ার পরেও হেলদোল নেই কর্তৃপক্ষের ফলে বিলোনিয়া পুরান মতাইয়ের সরকারি রাবার বাগান দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার বাবুল দেববর্মার কাজের গরিমসীতে একপ্রকার ধবংসের মুখে ঠেলে দিচ্ছে৷ ফলে কাজ হারানোর ভয়ে বিপাকে সাতজন ঐ সরকারী বাগানের কর্মীরা৷ অবশেষে বাগানের কর্মীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে দ্বারস্থ হয়ে দাবি তুলেছে ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মাকে সরিয়ে দেওয়া হোক এই বাগানের দায়িত্ব থেকে৷


বিলোনিয়া পুরান মতাই এ ফরেস্টের জায়গায় সরকারিভাবে রাবার বাগান গড়ে তোলা হয়৷ এ রাবার বাগানের কাছাকাছি গড়ে তোলা হয় রাবারের সিট তৈরির কারখানা৷ ৭ জন শ্রমিক ঐখানে কাজ করে সংসার প্রতিপালন করে আসছে৷ কিন্তু ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মা এ সরকারি বাগানে দায়িত্ব পাওয়ার পরই বিপাকে পড়ে যায়৷ বাগানের কোন কাজেই ঠিকভাবে হচ্ছে না জিনিসের অভাব৷


বাগানের কর্মীরা ফরেস্ট রেঞ্জার বাবুকে এসব বিষয়ে জানার পরেও কোন কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ৷ এমনকি এই ফরেস্ট রেঞ্জার বাবু মাসের মধ্যে একদিনও এ বাগানে দেখা যায়নি৷ বাগানটা কোথায় আছে তাও তিনি জানেন না৷ বাড়িতে বসে বসেই সরকারের টাকা গুনছেন এমনই অভিযোগ উঠল শ্রমিকদের কাছ থেকে৷ শ্রমিকরা এখন চাইছে বিলোনিয়া পুরান মতাইয়ে সরকারি রাবার বাগানটিকে ধবংসের মুখ থেকে বাঁচাতে রাবার বোর্ডের কর্তৃপক্ষের কাছে, ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মাকে এই বাগানের দায়িত্ব থেকে সরিয়ে নতুন ফরেস্ট রেঞ্জারকে দায়িত্ব দেওয়ার দাবি জানান