BRAKING NEWS

উস্কানিমূলক বার্তা মামলায় থানায় হাজিরা বিধায়ক ভানুলাল ও প্রাক্তন সাংসদ জিতেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ বিতর্কিত এবং উস্কানিমূলক বার্তা দেওয়ার অপরাধে পৃথক পৃথক মামলার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভানুলাল সাহা এবং প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ ভানুলাল সাহা পূর্ব আগরতলা থানায় এবং জিতেন্দ্র চৌধুরী আমতলি থানায় পুলিশের সমন পেয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন৷ তাঁদের দাবি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হয়রানির উদ্দেশ্যেই বিভিন্ন থানায় মামলাগুলি দায়ের করা হয়েছে৷ এতে আখেরে সারবত্তা নেই৷


এদিন পূর্ব আগরতলা থানা থেকে বেরিয়ে বিধায়ক ভানুলাল সাহা বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তিন বছর ধরে মানুষ নানাভাবে আক্রান্ত হচ্ছেন৷ সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে এখন পিঠ দেওয়ালে ঠেকেছে৷ ফলে, প্রতিরোধ গড়ে তোলা এখন অতি আবশ্যক হয়ে উঠেছে৷ তাঁর কথায়, আত্মরক্ষায় বাড়িঘরে থাকা বিভিন্ন সামগ্রী ব্যবহার করার উপদেশ দিয়েছি৷ তাতে রাজ্যের গরিব অংশের মানুষের বুঝতে অসুবিধা হবে তাই সেই সব সামগ্রীর নাম উল্লেখ করেছি৷ এক্ষেত্রে অপরাধের কিছুই দেখতে পাচ্ছি না৷ তিনি বলেন, আমাকে কেউ মারতে আসলে অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে আমার৷ তাতে, হাতের সামনে যা থাকবে তা দিয়েই আত্মরক্ষা করতে হবে আমাকে৷ এখন সে বিষয়ে সতর্ক করা যদি আমার অপরাধ হয়ে থাকে তা-হলে বলার কিছু নেই৷


কটাক্ষের সুরে ভানুলাল বলেন, ত্রিপুরায় শাসক দলের সন্ত্রাসের বিষয়ে বলেছি৷ তাতে বিজেপি তেলেবেগুনে জ্বলে উঠেছে৷ অথচ, ত্রিপুরায় এখন আইপিএফটি, তিপ্রা মথা সহ তিনটি শাসক দল রয়েছে৷ অন্যরা চুপ থাকলেও বিজেপি-র প্রতিক্রিয়ায় স্পষ্ট তাঁরাই তিন বছর ধরে ত্রিপুরায় সন্ত্রাস চালিয়েছে৷ কারণ, দুষৃকতকারীরা কখনও ফ্ল্যাগ নিয়ে আসেননি৷ ফলে তাঁদের প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি৷ তিনি এদিন বিদ্রুপ করে বলেন, শুনেছি সারা ত্রিপুরায় বিভিন্ন থানায় মামলা হয়েছে৷ ফলে, যতদূর সম্ভব হবে থানায় হাজিরা দেব৷ সম্ভব না হলে আইনজীবী যাবেন৷ তিনি জানান, আজ থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে৷ পুলিশকে সহযোগিতা করেছি৷


এদিকে, আমতলি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বেরিয়ে এসে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, বিরোধীদের দমিয়ে রাখার জন্যই এ ধরনের মামলা হয়েছে৷ তাঁর কথায়, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছি৷ তাতে অপরাধের কিছুই দেখছি না৷ তাঁর দাবি, রাজ্য মন্ত্রিসভার সদস্য এনসি দেববর্মা খোদ বলেছেন, ত্রিপুরায় আইনের শাসন নেই৷ আমরাও একই কথা বলছি৷ তাতে মামলা হয়েছে৷ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল৷ তাদের তদন্তে সহযোগিতা করেছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *