নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ মে৷৷ থানায় মামলা দায়ের করারপর কোনোপ্রকার সদুত্তর না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক গাড়ীর মালিক৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এডিসি ভিলেজের সুরেন্দ্র সরকার পাড়ার বাসিন্দা রাকেশ চন্দ্র দাসের দুইটি গাড়ী আগরতলা যাবার পথে উদয়পুর এলাকা থেকে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় কিছু সংখ্যক দুসৃকতিকারী৷
গত ২৭/ ০৪/ ২০২১ তারিখে টি আর-০৮-১৮০৩ নম্বরের এস এম এল গাড়ীর চাবি চালকের কাছ থেকে ছিনিয়ে নিযে যায়৷ অপরদিকে ০৪/ ০৫/ ২০২১ তারিখে টি আর- ০৭- ১৬১০ নম্বরের গাড়ী পুনরায় ছিনতাই করে নিয়ে যায় দুসৃকতীকারীরা৷ দুটি গাড়ী আগরতলা যাবার পথে দুসৃকতিকারীরা চালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ৷ গাড়ীর মালিক অভিযোগ করেন দুসৃকতিকারীরা মালিক ও মালিকের পরিবারের লোকজনদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে৷
এই নিয়ে গাড়ীর মালিক দুসৃকতিকারীদের নাম দিয়ে উদয়পুর থানায় মামলা দায়ের করেন৷ মামলা করার দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও কোন প্রকার সাড়া না পেয়ে অবশেষে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷ সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে গাড়ীর মালিক সমস্ত ঘটনার বিবরন দেন৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে কি প্রকার পদক্ষেপ গ্রহন করে পুলিশ৷