রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮৫৪ জন, মৃত্যু আরও ছয়জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮৫৪ জন৷ এছাড়া মৃত্যু হয়েছে আরও ছয়জনের৷ রবিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত সূত্রে খবর৷ গত ২৪ ঘন্টা নতুন করে সংক্রমিত হয়েছে ৮৫৪ জন৷


এদিন, নমুনা পরীক্ষা হয় ১৩,৩৭১ জনের৷ মৃত্যু হয় ৬ জনের৷ পশ্চিম জেলায় সংক্রমনের সংখ্যা ৩৮৬ জন, গোমতী জেলায় ৫৪ জন, সিপাহীজলা জেলায় ৫৩ জন, খোয়াই জেলায় ৩৭ জন, উত্তর জেলায় ৬৯ জন, ঊনকোটি জেলায় ১০৮ জন, ধলাই জেলায় ৫৯ জন এবং দক্ষিণ জেলায় ৮৮ জন৷ সর্বমোট আজকের দিন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬১৬৩ জন৷ পজিটিভিটি হার ৬.৩৯ শতাংশ৷


এদিকে, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ি বাড়ি টেস্ট৷ প্রত্যেক বাড়ি থেকে যেকোনো একজনকে টেস্ট করাতে হবে বাধ্যতামূলক৷ যদি কোন বাড়ির কাউকে পজিটিভ পাওয়া যায় তাহলে পুরো বাড়ির সবাইকে টেস্ট করাতে হবে বললেন সদর মহকুমা শাসক অসীম সাহা৷
আজ তার শুভ সূচনা হল পুরি নিগম এলাকার ২৬,২৭, ২৮ নং ওয়ার্ডে৷ প্রত্যেকদিন প্রত্যেক ওয়ার্ডকে লক্ষ রেখে এই কর্মসূচির শুরু হয়েছে৷ এদিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধক্ষ্য রেবতী মোহন দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *