দেহরাদূন, ৩১ মে (হি.স.): কোভিড-পরিস্থিতির কথা মাথায় রেখে কোভিড-কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডে আগামী ৯ জুন সকাল ছ’টা পর্যন্ত বাড়ানো হয়েছে কোভিড-কারফিউ। এই সময়ে সপ্তাহে দু’দিন অর্থাৎ ১ জুন ও ৭ জুন খোলা থাকবে মুদিখানার দোকান। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখা যাবে মুদির দোকান। শুধুমাত্র একদিন অর্থাৎ ১ জুন (মঙ্গলবার) খোলা যাবে বই ও অন্যান্য স্টেশনারি দোকান।
সোমবার উত্তরাখণ্ড সরকারের মুখপাত্র ও মন্ত্রী সুবোধ উনিয়াল জানিয়েছেন, “আগামী ৯ জুন সকাল ছ’টা পর্যন্ত কোভিড-কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। সপ্তাহে দু’দিন অর্থাৎ ১ জুন ও ৭ জুন খোলা থাকবে মুদিখানার দোকান। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখা যাবে মুদির দোকান। শুধুমাত্র একদিন অর্থাৎ ১ জুন (মঙ্গলবার) খোলা যাবে বই ও অন্যান্য স্টেশনারি দোকান।”
2021-05-31