চণ্ডীগড়, ৩০ মে (হি.স.) : দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কম হলেও এক্ষুনি হাল ছাড়তে নারাজ কোন রাজ্যই। বিভিন্ন রাজ্য প্রশাসন সংক্রমণ ঠেকাতে নিজ নিজ রণনীতি গ্রহণ করেছেন। কোন রাজ্যে লকডাউন ও নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। আবার কোন কোন রাজ্যে লকডাউন বা নৈশকালীন কার্ফু কিছুটা শিথিল করা হয়েছে। এমত অবস্থায় করোনার সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় হরিয়ানা রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার জানিয়েছেন, করোনা সংক্রমণকে ঠেকাতে রাজ্যে ৭ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল। এর পাশাপাশি রাজ্য প্রশাসনের জানিয়েছে, প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সমস্ত ধরনের দোকান খোলা থাকবে। পাশাপাশি ১৫ জুন পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা আগেই করা হয়েছিল। পাশাপাশি বহাল থাকবে নৈশকালীন কার্ফুও।