আগরতলা, ২৮ মে (হি. স.) : বিদ্যুত যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে দফতরের কার্যালয়ে তালা ঝোলালেন ভোক্তাগণ। বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন স্থানেই বিদ্যুতের সমস্যায় নাজেহাল হয়ে স্থানীয় ডিভিশন কার্যালয়ে তালা ঝুলিয়েছেন ভোক্তা-রা। দীর্ঘক্ষণ কর্মীহীন ডিভিশন কার্যালয় তালাবন্দী থাকার পর আধিকারিক-রা ঘটনাস্থলে যান এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর ক্ষুব্ধ ভোক্তা-রা তালা খুলে দেন।
জনৈক বিদ্যুত ভোক্তা বলেন, মাসের পর মাস বিদ্যুতের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। অথচ, একাধিকবার অভিযোগ জানানো সত্বেও সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নজরে আসছে না। তাঁর অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। কিন্ত, বিদ্যুতের গ্রাহক সেবা কেন্দ্রে ফোন করেও কাউকে পাওয়া যাচ্ছে না। কারণ, সকলেই মর্জিমাফিক কাজ করছেন। তাঁর আরো অভিযোগ, সময় মত একজন বিদ্যুত কর্মীও ডিভিশন কার্যালয়ে আসেন না। আজকেও দুপুর ১২টা বেজে গেলেও একজন কর্মীও এখনো আসেননি।
তাঁর দাবি, পুটিয়া এলাকায় ২ নম্বর ওয়ার্ডে উত্তর পাড়া এলাকায় কয়েক মাস যাবত বিদ্যুত যন্ত্রনায় নাভিশ্বাস উঠে গেছে। শুধু তাই নয়, মেইন লাইনের একটি তার মাটি থেকে কয়েক ফুট উপরে ঝুলে রয়েছে। ওই তার সংস্কারের কোন উদ্যোগ নেই। ফলে স্থানীয় জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অবশ্য, সামগ্রিক বিষয় স্থানীয় নেতাদের জানানো হলেও, তারাও কোন ব্যবস্থা করেনি। তাই, বাধ্য হয়ে আজ বিদ্যুতের ডিভিশন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি আমরা।
ওই ভোক্তার কথায়, আজ ২০-২৫ জন এলাকাবাসী সকাল ১১টা নাগাদ বিদ্যুত দফতরের ডিভিশন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। প্রায় ২ ঘন্টা পর আধিকারিকরা ঘটনাস্থলে আসতেই তারা জনরোষের মুখোমুখি হন। খবর পেয়ে কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং বক্সনগর ব্লকের আধিকারিক ধৃতি শেখর রায় ছুটে যান। সেখানে ক্ষুব্ধ ভোক্তাদের সাথে কথা বলেন এবং দ্রুত সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপরই স্থানীয় জনগণ ডিভিশন কার্যালয়ের তালা খুলে দেন। মজার বিষয় হল, সকাল ১১টায় ডিভিসন কার্যালয়ে তালা লাগানোর একজন কর্মীও উপস্থিত ছিলেন না। ফলে আধা বেলা বাইরেই কাটিয়ে দেন বিদ্যুত দফতরের কর্মীরা।