রাত পোহালেই কলকাতা পুরসভার তরফে শুরু কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং

কলকাতা, ২৭ মে ( হি স): করোনা কাঁটায় নাজেহাল শহরবাসী। কিছুতেই শহরের পিছু ছাড়ছেনা অদৃশ্য ভাইরাস করোনা। এই পরিস্থিতিতে ফের কলকাতা পুরসভার তরফে শুরু হচ্ছে কোভিশিল্ডের প্রথম ডোজের টিকাকরণ। বৃহস্পতিবার রাত পোহালেই শুরু কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং।
গত কয়েকদিন ধরে দেশ থেকে রাজ্য সর্বত্রই হু হু করে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। যদিও কয়েকদিন ধরে রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু করা হবে। কলকাতায় পুরসভা যে ১০২টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে তা দেওয়া হবে। করোনা ঠেকাতে কলকাতা পুরসভার তরফে কোভিশিল্ডের টিকাকরণ করা হবে পুরসভার তরফে যে অ্যাপ তৈরি করা হয়েছে সেই অ্যাপে। যাঁরা টিকা নেবে তাঁদের স্লট বুক করতে হবে আগামীকাল থেকে। আগামীকাল সকাল ১১ টা থেকে বুক করা হবে স্লট।এমনকি ৪৫ ঊর্ধ্ব নাগরিকরা লাইনে না দাঁড়িয়ে টিকা নিতে পারবে। তার জন্য ইংরেজিতে হাই লিখে ৮৩৩৫৯৯৯০০০ হোয়াটসঅ্যাপে নম্বরে পাঠাতে হবে।