মিউনিখ, ২৩ মে (হি.স.) : বুন্দেসলিগার এক মরশুমে সর্বাধিক গোল করার নয়া নজির গড়লেন রবার্ট লেওয়ানদোস্কি। শনিবার অগসবার্গের বিরুদ্ধে তিনি একটি গোল করে কিংবদন্তি গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন।
ম্যাচের সময় যত গড়াচ্ছিল ক্রমশ ফিকে হচ্ছিল রেকর্ড গড়ার সম্ভাবনা। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই এল লেওয়ানদোস্কির সেই কাঙ্খিত গোল। সম্ভাবনায় সিলমোহর দিয়ে নির্ধারিত সময়ের একেবারে অন্তিম মিনিটে গোল করলেন পোলিশ স্ট্রাইকার। একইসঙ্গে ক্লাবের প্রাক্তন কিংবদন্তিকে টপকে বুন্দেসলিগার এক মরশুমে সর্বাধিক ৪১টি গোল করলেন লেওয়ান। ১৯৭১-৭২ মরশুমে ৪০ গোল করে এত বছর রেকর্ড নিজের নামে রেখেছিলেন বায়ার্ন কিংবদন্তি। গত ম্যাচে ফ্রেইবার্গের বিরুদ্ধে গোল করে সেই রেকর্ডে থাবা বসিয়েছিলেন পোল্যান্ড স্ট্রাইকার। আর এদিন প্রত্যাশামতো ছাপিয়ে গেলেন মুলারকে। শনিবার অগসবার্গকে ৫ গোল দিয়ে মরশুম শেষ করল বাভারিয়ানরা।
লেওয়ানদোস্কি ছাড়াও গোল করলেন সার্জ ন্যাবরি, জোশুয়া কিমিচ, কিংসলে কোমান। আরেকটি গোল আত্মঘাতী। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে পরিশোধ করে অগসবার্গ। বায়ার্নের কোচের হটসিটে এদিনই শেষবারের মতো দায়িত্ব পালন করলেন হান্সি ফ্লিক। ইউরোর পর জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে জোয়াকিম লো-র জুতোয় পা গলাতে পারেন তিনি।