ঊর্ধ্বমুখী সংক্রমণের হার! আমেরিকায় করোনায় মৃত্যু ৬৩৬ জনের

ওয়াশিংটন, ২০ মে (হি.স.): আমেরিকায় আরও ৬৩৬ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। একইসঙ্গে মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, আমেরিকায় বুধবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,৫৪১ জন। ফলে আমেরিকায় ৩৩,৮০২,৩২৪-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৩৬ জনের, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৬৩৬ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ০১ হাজার ৯৪৯ জনের।

মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৪১ জন, আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৮০২,৩২৪-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৭,২৯৯,১৮০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৯ লক্ষ ০১ হাজার ১৯৫ জন।