লকডাউন সফলতায় বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি পুলিশের

কলকাতা, ১৭ মে (হি. স.) : ফের ফিরে এসেছে ২০২০- র চিত্র। গতবছর করোনা আবহে এই সময়ে দেশ তথা রাজ্য জুড়ে ছিল লকডাউন। ২০২১- এও সেই অবস্থার পরিবর্তন ঘটেনি। শুরু হয়েছে রাজ্য জুড়ে লকডাউন। সোমবার সপ্তাহের শুরুর দিন লকডাউন সফলতায় বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি পুলিশের।
গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। আজ সোমবার লকডাউনের দ্বিতীয় দিন। লকডাউন চলবে আগামী ৩০ মে পর্যন্ত। তবে লকডাউনের সময় যাতে কেউ কারণ ছাড়া ঘরের বাইরে না বের হয় সে দিকে লক্ষ্য রেখে প্রশাসন। সংক্রমণ এড়াতে শহরের বিভিন্ন রাস্তার করা হচ্ছে নাকা চেকিং। বাসন্তী হাইওয়েতে অত্যন্ত কড়া কলকাতা পুলিশ। বাসন্তী হাইওয়েতে কোনও গাড়ি বেরোলেই কি কারনে বেরিয়েছে, তাদের গন্তব্য যাওয়ার কারণ কি এবং উপযুক্ত নথি দেখে তার পরেই সেই গাড়িকে তার গন্তব্যে যেতে দিচ্ছে পুলিশ । গাড়ির ডিকি খুলে দেখাও হচ্ছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *