আগরতলা, ১৫ মে (হি. স.) : ত্রিপুরায় শিশুগৃহে ৩৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তারা সকলেই সুস্থ আছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা ডা: রাধা দেববর্মা জানিয়েছেন। প্রসঙ্গত, ত্রিপুরায় ইতিপূর্বে একাধিক শিশু করোনা আক্রান্ত হয়েছে। আজ ৩৬ জন শিশুর দেহে করোনা-র সংক্রমণের ঘটনায় ত্রিপুরা প্রশাসনে চিন্তার ভাজ পড়েছে।
আজ ডা: রাধা দেববর্মা বলেন, অভয়নগর এবং ছিনাইহানি স্থিত দুইটি শিশুগৃহে শিশুদের ধারাবাহিক পরীক্ষা করা হয়েছে। তাতে ৩৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তবে, তারা সুস্থ আছে এবং শিশুগৃহে রয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে একজন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিত্সক-কে তাদের চিকিত্সার কাজে নিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা-র দ্বিতীয় ঢেউ-এ শিশু-রা রেহাই পাচ্ছে না, তা অনেক আগেই প্রমান মিলেছিল। পশ্চিম ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিশু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দফতর সামগ্রিক পরিস্থিতি-র নজর রেখে চলেছে।