সাব্রুমে রেলে কাটা পড়ে মৃত্যু মোটর শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম এর হরিনায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক মোটর শ্রমিকের৷ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের হরিনায় রেলে কাটা পড়ে বিজয় মজুমদার(২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সাব্রুম স্টেশনের অদূরে পশ্চিম হরিনা এলাকাতে দুর্ঘটনাটি ঘটে৷মৃত বিজয় মজুমদার পশ্চিম হরিনার তপন মজুমদার ছেলে৷ বিজয় পেশায় গাড়ী চালক ছিলেন৷


স্থানীয় সূত্রের ধারণা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় বিজয়ের৷ বিজয়ের শরীর দু’’ভাগে বিভক্ত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়৷ ঘটনার খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্তে নামে সাব্রুম থানার পুলিশ৷ মরদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়৷ ময়নাতদন্তের পর মরদেহটি সাব্রুম থানার পুলিশ পরিবারের হাতে তুলে দেয়৷ রেলে কাটা পড়ে মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *