গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : অসমে এখনও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় একদিনে ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়কালে নতুন আক্রান্ত হয়েছেন ৫,৬৫৭ জন। এদিকে গতকাল রাত পর্যন্ত মোট ৩,৮৮০ জন করোনা আক্ৰান্ত রোগী আরোগ্য লাভ করে বাড়ি ফিরে গেছেন। অসমে ইতিমধ্যে করোনায় আক্ৰান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১০ হাজার ৮৬।
অসমে নিয়োজিত জাতীয় স্বাস্থ্য মিশন দফতরের খবর, গত ২৪ ঘণ্টায় যে ৫,৬৫৭ জন আক্ৰান্ত হয়েছেন তাঁদের মধ্যে সর্বাধিক কামরূপ মহানগর জেলার, ১,৪৫৬ জন। এছাড়া ৪৬০ জন আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কামরূপ গ্রামীণ জেলা। এভাবে ডিব্রুগড়ে ৩৮১ জন, নগাঁওয়ে ২৯৩, মরিগাঁওয়ে ২৫০ জন, কাছাড়ে ২২৯, দরঙে ২০০, বরপেটায় ১৮৮, তিনসুকিয়ায় ১৮৬, গোয়ালপাড়ায় ১৭১, যোরহাটে ১৫১, নলাবাড়িতে ১৬৭, শোণিতপুরে ১৫৫, করিমগঞ্জে ১২৮, হাইলাকান্দিতে ১১৬, ধুবড়িতে ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ৭১ জনকে নিয়ে করোনায় মৃত্যু হয়েছে মোট ১,৯০৯ জনের। মৃত্যুবরণকারীদের মধ্যে কামরূপ মহানগর জেলার ২৬ জন রয়েছেন।
অসমে গতকাল মোট ৬৩,৯৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ থেকে ৫,৬৫৭ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। পরীক্ষণের তুলনায় সক্ৰিয় আক্ৰান্তের হার ৮.৮৫ শতাংশ। এর আগের দিন সোমবার এই হার ছিল ৯.১৩ শতাংশ। রাজ্যে কোভিড-এ মোট আক্রান্ত হয়েছেন ৩,১০,০৮৬ জন। এর মধ্যে সক্রিয় ৪২,৩১৭ জন রোগীর চিকিৎসা বিভিন্ন হাসপাতালে চলছে। এদিকে সম্পূৰ্ণ সুস্থ করোনা-আক্ৰান্তের সংখ্যা ২,৬৫,৮৬০ জনে বৃদ্ধি পেয়েছে। আরোগ্য লাভের হার ৮৫.৭৪ শতাংশ। বিপরীতে সক্ৰিয় আক্ৰান্ত ১৩.৬৪ এবং মৃত্যুর হার ০.৬২ শতাংশ জানা গেছে জাতীয় স্বাস্থ্য মিশন দফতর সূত্রে।