ভোপাল, ১৩ মে (হি.স.): মারণ করোনাভাইরাস কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ, অকালেই বাবা-মা’কে হারিয়েছে প্রচুর সন্তান। কোভিড-পরিস্থিতিতে বাবা-মা ও অভিভাবকদের যে সমস্ত সন্তানরা হারিয়েছেন, তাঁদের আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিল শিবরাজ সিং চৌহান সরকার। পাশাপাশি কোভিডে মৃতদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও করবে মধ্যপ্রদেশ সরকার। সেই সমস্ত পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে রেশনও।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “কোভিড মহামারিতে বাবা-মা ও অভিভাবকদের হারানো সন্তানদের মাসে ৫ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। সেই সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব আমরা এবং পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।” শিবরাজ সিং চৌহান আরও জানিয়েছেন, “যাঁরা কাজ করতে চাইছেন, সরকারের গ্যারান্টিতে সেই সমস্ত পরিবারকে ঋণ দেওয়া হবে।”