নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): মেঘাছন্ন আকাশ ও হালকা বৃষ্টিতে ঘুম ভাঙল দিল্লিবাসীর। বৃহস্পতিবার সকালে রাজধানীতে হালকা বৃষ্টি হয়, খুব জোরে না হলেও হালকা বৃষ্টি ও মেঘে ঢাকা আকাশের জন্য স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমেছে দিল্লিতে, এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। সকাল ৮.৩০ মিনিটে আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।
দিল্লিতে আপাতত বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টা হালকা বৃষ্টি চলবে রাজধানীতে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির সৌজন্যে গরমের তেজ বিশেষ অনুভূত হয়নি দিল্লিতে।