নাগপুর, ১২ মে (হি.স.): পর্যাপ্ত টিকার অভাবে মহারাষ্ট্রের নাগপুরের কিছু টিকাকরণ কেন্দ্রে বন্ধ হয়ে গেল টিকাকরণ। টিকাকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, “টিকার পর্যাপ্ত ডোজ না থাকায় বুধবার টিকাকরণ বন্ধ থাকবে।” ফলে টিকা না পেয়েই বাড়ি ফিরে যেতে হয়েছে অসংখ্য মানুষকে। দেশে এই মুহূর্তে চলছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। কিন্তু, দেশের বিভিন্ন রাজ্যেই পর্যাপ্ত টিকার অভাব দেখা দিচ্ছে।
এবার মহারাষ্ট্রের নাগপুরের কিছু টিকাকরণ কেন্দ্রে বন্ধই হয়ে গেল টিকাকরণ। টিকাকরণ ফের কবে শুরু হবে, তা জানা নেই কারও। দু’টি ফোন নম্বর অবশ্য দেওয়া হয়েছে টিকাকরণ কেন্দ্রের পক্ষ থেকে, ওই নম্বরে ফোন করতে বলা হয়েছে টিকা প্রাপকদের। একজন ব্যক্তি জানিয়েছেন, “আমি টিকার দ্বিতীয় ডোজ নিতে এসেছিলাম, কিন্তু এসে জানতে পারি টিকা নেই। আমাকে বৃহস্পতিবার ফের আসতে বলা হয়েছে।” পর্যাপ্ত টিকা না থাকায়, অনেকের মধ্যে আবার টিকা পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।