নয়াদিল্লি, ১২ মে (হি.স.): মূল্যবৃদ্ধিতে ফের রেকর্ড গড়ল জ্বালানি তেল। বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দেশের সর্বত্র। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেল পেট্রোলের দাম। মূল্যবৃদ্ধির পর বুধবার ভোপালে এক লিটার পেট্রোলের দাম ১০০.০৮ টাকা, ডিজেলের দাম ৯০.০৫ টাকা। কলকাতায় বুধবার ০.২৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ০.২৪ পয়সা বেড়ে বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯২.১৬ টাকায় পৌঁছেছে এবং ডিজেলের দাম বেড়ে হল ৮৫.৪৫ টাকা|
শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯২.০৫ টাকা প্রতি লিটার (০.২৫ পয়সা বৃদ্ধি) এবং ৮২.৬১ টাকা প্রতি লিটার | পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৮.৩৬ টাকা (০.২৪ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৯.৭৫ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৩.৮৪ টাকা (০.২২ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৭.৪৯ টাকা প্রতি লিটার।