নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে বিরোধী থেকে একেবারে শূন্যে নেমে গিয়েছে দল। ক্ষমতা হাতছাড়া হয়েছে পুদুচেরিতে। আপাতত অসমেও ফেরার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী। তাঁর মতে, পর পর ধাক্কা থেকে এবার শিক্ষা নেওয়া উচিত। নতুন শৃঙ্খলায় দলকে সঙ্ঘবদ্ধ করার সময় এসেছে।
সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে যোগ দিয়ে সনিয়া বলেন, ‘‘পর পর এই ধাক্কা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। এই মুহূর্তে দলের অবস্থা দেখে হতাশ বললে কম বলা হবে। ভোটের ফলাফল বলে দিচ্ছে, দলকে নতুন শৃঙ্খলায় সঙ্ঘবদ্ধ করতে হবে আমাদের। যত শীঘ্র সম্ভব ছন্দে ফিরতে হবে।’’ তিনি আরও জানিয়েছেন, দলকে পুনরুজ্জীবিত করতে ছোট ছোট কমিটি তৈরি করবেন তিনি। কোথায় কী খামতি থেকে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেবে তারা। সেই মতো এগোবে দল। তবে এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দিহান দলেরই অনেকে। কারণ এখনও পর্যন্ত সভাপতি নির্বাচনই করে উঠতে পারেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।