BRAKING NEWS

ভারতে সাহায্য পাঠাল ইজরায়েল, সিঙ্গাপুর থেকে অন্ধ্রে পৌঁছল ঐরাবত

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে ভারতকে নানাভাবে সাহায্য করেই চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর পাঠিয়ে ভারতকে সাহায্য করল ইজরায়েল। ভারতকে সাহায্য করেছে সিঙ্গাপুরও। সিঙ্গাপুর থেকে জলপথে ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ৩,৮৯৮ অক্সিজেন সিলিন্ডার নিয়ে সোমবার দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে এসেছে আইএনএস ঐরাবত।
রবিবার রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দোন এয়ারবেসে এসে পৌঁছয় ইজরায়েল থেকে আগত একটি বিমান। ভারতের জন্য ১,৩০০ অক্সিজেন কনসেনট্রেটর ও ৪০০ ভেন্টিলেটর পাঠিয়েছে ইজরায়েল। এদিনই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস ঐরাবত। সিঙ্গাপুর থেকে জলপথে ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ৩,৮৯৮টি অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে সোমবার দেশে ফিরেছে আইএনএস ঐরাবত। গত ৫ মে সিঙ্গাপুর থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল আইএনএস ঐরাবত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *