লখনউ, ৯ মে ( হি. স) : করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে যোগীর রাজ্যের সমস্ত অ-জরুরি পরিষেবা।
পঞ্চায়েত নির্বাচনের কারণে উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলগুলিতে সংক্রমণ অনেকটাই বেড়েছে। এরই মধ্যে আগামী ১৪ মে ইদ। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নবনীত শেহগল জানিয়েছেন, এই পরিস্থিতিতে লকডাউন তুলে নিলে সংক্রমণ নতুন করে বাড়তে পারে আশঙ্কা করছে সরকার। তাই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে লকডাউন থাকলেও জরুরি সমস্ত পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন নবনীত।
গত ৩০ এপ্রিল থেকে আংশিক কার্ফু জারি রয়েছে উত্তরপ্রদেশে। আগামীকাল ১০ মে পর্যন্ত ওই কার্ফু থাকার কথা ছিল। উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, করোনা কার্ফুর কারণে রাজ্যে সক্রিয় করেনা রোগীর সংখ্যা কমেছে। গত দু’দিনে দৈনিক সংক্রমণের সংখ্যাও কিছুটা কম বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।