নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ বিজেপি রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি নীলমণি দেব শনিবার সন্ধ্যায় আগরতলায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন৷ তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ তিনি বিজেপির প্রদেশ কমিটির রাজ্য সভাপতি পদে দুইবার দায়িত্ব পালন করেছিলেন৷
তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য নেতৃত্বরা শোক বার্তা দিয়েছেন৷ শোকবার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ত্রিপুরা রাজ্য সভাপতি নীলমণি দেবের প্রয়াণে আমি গভীর শোকাহত৷ আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি৷ তাঁর পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা৷ তাঁর মৃত্যু ভারতীয় জনতা পার্টির কাছে এক অপূরণীয় ক্ষতি৷
সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি নীলমনি দেবের আকস্মিক প্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত৷ করোনা আক্রান্ত হয়ে তিনি জিবি হাসপাতালে ভর্তি ছিলেন৷ আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ও পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাই৷
বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি যে,আজ রাত ৯ ঘটিকায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নীলমণি দেব মহাশয় কোভিড আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন৷উনার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের,আত্মীয় পরিজন এবং সহকর্মী,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই৷
মন্ত্রী সান্তনা চাকমা বলেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নীলমণি দেব মহাশয় কোভিড আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন৷ উনার এই আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারপরিজন দের প্রতি রইল আমার গভীর সমবেদনা৷