BRAKING NEWS

উৎকণ্ঠার অবসান, ড. হিমন্তবিশ্ব শৰ্মাই বিজেপির পরিষদীয় দলের নেতা, তিনিই অসমের পরবৰ্তী মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি, ৯ মে (হি.স.) : যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিধান পরিষদীয় বৈঠকে অসমের পরবর্তী মুখ্যমন্ত্ৰী হিসেবে ড. হিমন্তবিশ্ব শৰ্মাকে চয়ন করা হয়েছে। পরিষদীয় বৈঠকে হিমন্তবিশ্বকে নেতা হিসেবে সিলমোহর দেওয়ার পর তাঁকেই সর্বানন্দ সনোয়ালের স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় বিধায়করা। ড. হিমন্তবিশ্ব শর্মাকে পরিষদীয় নেতা হিসেবে প্রস্তাব রাখেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনয়াল। তাঁর প্রস্তাব সমর্থন করেন দলের প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস এবং হাফলঙের নির্বাচিত বিধায়ক নন্দিতা গারলোসা।

দিশপুরে বিধানসভার সভাকক্ষে আজ বেলা ১২টায় বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই খবর লেখা পর্যন্ত বৈঠক এখনও চলছে। বৈঠকে দলের সব বিধায়ক ছাড়াও রয়েছেন প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ, দুই সাধারণ সম্পাদক অরুণ সিং ও দিলীপ শইকিয়া, অসমে দলের প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, নরেন্দ্রসিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি প্রমুখ বহু প্রদেশস্তরের নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *