নয়াদিল্লি, ৯ মে ( হি. স) : করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমনকে ঠেকাতে রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার কথা জানিয়ে বলেন, আগামী ১৭ মে পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়ানো হল।
এর পাশাপাশি আগামীকাল সোমবার থেকে দিল্লি মেট্রোরেলের পরিষেবাও বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। গত ২০ এপ্রিল থেকে রাজধানী দিল্লিতে লকডাউন পর্ব শুরু হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিধ্বস্ত রাজধানী দিল্লি। এদিন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, গত ২-৩ দিন ধরে দিল্লিতে করোনা ভাইরাস সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে নেমে ২৩ শতাংশে দাঁড়িয়েছে।
দিল্লি স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুনভাবে ১৭,৩৬৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে ৩৩২ জন মারা গিয়েছেন।