BRAKING NEWS

দৈনিক সংক্রমণ কমছে, আমেরিকায় করোনায় মৃত্যু ৪৪৫ জনের

ওয়াশিংটন, ৪ মে (হি.স.): আমেরিকায় আরও ৪৪৫ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। মার্কিন মুলুকে ক্রমেই কমছে করোনার সংক্রমণও। আমেরিকায় সোমবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯,৭৬৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। ফলে আমেরিকায় ৩৩,২৩০,৫৬১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত ৪৪৫ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯১ হাজার ৫১৪ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৬৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,২৩০,৫৬১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,৯০৯,৩৯৩ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ লক্ষ ২৯ হাজার ৬৫৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *