BRAKING NEWS

করোনা-সংক্রমিত একাধিক ক্রিকেটার, এই মরসুমের জন্য স্থগিত আইপিএল

মুম্বই, ৪ মে (হি.স.): আইপিএল প্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ, এই মরসুমের জন্য স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। মারণ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন একাধিক ক্রিকেটার, আক্রান্তদের মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র, সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও কোভিডে সংক্রমিত হয়েছেন।
করোনার সংক্রমণে জেরবার অবস্থা আইপিএল-এর। ঠিক হয়েছিল মুম্বইয়ে সরে যেতে পারে আইপিএল। কিন্তু, মঙ্গলবার এই মরসুমের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। মঙ্গলবার বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এই মরসুমের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *