গণনাকেন্দ্রে অসুস্থ তাপসের কাউন্টিং এজেন্ট, ভর্তি হাসপাতালে

উত্তর ২৪ পরগনা, ২ মে (হি.স.): ভোটগণনা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন কাউন্টিং এজেন্ট। রবিবার সকালে ভোটগণনা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের কাউন্টিং এজেন্ট। অসুস্থ কাউন্টিং এজেন্টের নাম গোপাল সোম। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে গণনাকেন্দ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, এদিন সকালে ভোটগণনা কেন্দ্রে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন পানিহাটি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের কাউন্টিং এজেন্ট গোপাল সোম। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অসুস্থতার কারণ জানা যায়নি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।