নয়াদিল্লি, ১ মে (হি.স.): সংক্রমিত ছিলেন কোভিডে, চিকিৎসা চলছিল দিল্লির একটি হাসপাতালে। শনিবার সব শেষ হয়ে গেল, মারা গেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন। কোভিড-১৯ সংক্রমিত হওয়ার পর দিল্লির হাসপাতালে চিকিৎসা চলছিল সাহাবুদ্দিনের, শনিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চলতি সপ্তাহেই করোনা-আক্রান্ত হয়েছিল সাহাবুদ্দিন। ভর্তি করা হয়েছিল দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে। কিন্তু, শনিবার মৃত্যু হয়েছে কোভিড আক্রান্ত সাহাবুদ্দিনের।
সাংসদ অথবা রাজনীতিবিদ নন, ‘বাহুবলি’ হিসেবেই বেশি পরিচিত ছিলেন সাহাবুদ্দিন। ২০০৪ সালের জোড়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খাটছিল সাহাবুদ্দিন। তোলা আদায়ের টাকা না দেওয়ায় দুই ভাইকে হত্যার দায়ে দোষী ছিল সাহাবুদ্দিন। গত বুধবারই সাহাবুদ্দিনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।