২৪ ঘন্টায় পাটিয়ালার হাসপাতালে মৃত ৩১ জন রোগী, মর্গে দেহ রাখার জায়গা নেই

পাটিয়ালা, ২৬ এপ্রিল (হি.স.): বিগত ২৪ ঘন্টায় পঞ্জাবের পাটিয়ালার রাজিন্দ্র সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জন করোনা-রোগীর। ৩১ জন রোগীর মৃত্যুর জেরে হাসপাতালের মর্গে দেহ রাখার কোনও জায়গা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের মর্গে ১৬টি দেহ একসঙ্গে রাখা যায়, কিন্তু ২৪ ঘন্টায় ৩১ জন রোগীর মৃত্যুর ফলে হাসপাতালের মর্গে আর জায়গা নেই।


৩১ জনের মধ্যে হাসপাতালের আট-তলা কোভিড ওর্য়াডের পাঁচ-তলায় আইসিইউ ওয়ার্ডেই মৃত্যু হয়েছে ১৩ জন রোগীর। এই মুহূর্তে ২৫৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন, তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কোভিড আইসোলেশনের ইন-চার্জ সুরভি মালিক জানিয়েছেন, “বিগত দু’দিনে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। বিগত ৪৮ ঘন্টাতেই সবথেকে বেশি মৃত্যু হয়েছে। ভীষণ অসুস্থ অবস্থাতেই মানুষজন ভর্তি হচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *