BRAKING NEWS

আরসিবি-র বিজয়রথকে থামানোটাই বড় চ্যালেঞ্জ সিএসকে-র কাছে

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : ওয়াংখেড়েতে দুই ধুরন্ধর ক্রিকেট অধিনায়কের মস্তিষ্কের লড়াইয়ে রবিবাসরীয় আইপিএল জমে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর আর অন্যদিকে চেন্নাই সুপার কিংস দলের মহেন্দ্র সিং ধোনি। এদিন কার্যত বিরাটদের বিজয়রথকে মহেন্দ্র সিং ধোনিরা থামাতে পারেন কিনা এটা বড় প্রশ্ন।  


টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে, পরাজয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করলেও পরপর তিনটি ম্যাচ জিতে দু নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ধারাবাহিকতার বিচারে কোহলিরা সামান্য এগিয়ে থেকে শুরু করবে। তবে মুখোমুখি সাক্ষাৎকারে অবশ্য চেন্নাই এগিয়ে। তবে টি২০ ক্রিকেটে এগিয়ে থাকা দল সবসময় জেতে না। অনেক অঘটন ঘটে।


চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেই টানা ৫ ম্যাচ জেতার অনন্য নজির গড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ২০১৫ সালে রাজস্থান রয়্যালস প্রথম পাঁচ ম্যাচে পাঁচটিতেই জিতেছিল। কোহলিদের সামনে সেই রেকর্ড স্পর্শ করার হাতছানি। পরপর ৪ ম্যাচে জয় পেয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। দারুণ ছন্দে রয়েছেন দেবদত্ত পাড়িক্কল। কোহলি, ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্সরাও রানের মধ্যে। পাড়িক্কল, কোহলিরা রান পেলেও এই মরশুমে বেঙ্গালুরুকে বদলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলাররাও ভাল ছন্দে রয়েছেন। চেন্নাইয়ের ব্যাটিং লাইনকেও স্বস্তিতে থাকতে দেবেন না মহম্মদ সিরাজ, হর্ষাল প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহালরা।
আবার চেন্নাইয়ের বোলিং শক্তিকেও অবহেলা করা যাবে না। কোহলিদের চ্যালেঞ্জ জানাতে তৈরি দীপক চাহার। পাওয়ার প্লে–র ওভারে আঘাত হানার ব্যাপারে পারদর্শী। এছাড়া সাম কারেন, লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, মইন আলিরা দলকে ভরসা জুগিয়েছেন। আগের ম্যাচে পাওয়ার প্লে–র মধ্যে কলকাতা নাইট রাইডার্সের ৫ উইকেট তুলে নিয়েছিলেন দীপক চাহাররা। সুতরাং যতই ফর্মে থাকুক, সতর্ক হয়েই মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *