নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ নেশা কারবারি ও নেশাখোরদের দৌরাত্ম্যে অতিষ্ঠ চাকমা ঘাট এলাকার বাসিন্দারা৷ শুক্রবার সকালে দুই নেশা কারবারি ও নেশাখোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহাকুমার চাকমাঘাট এলাকা৷ নেশায় বশবর্তী হয়ে উচ্ছন্নে যাচ্ছে বর্তমান যুবসমাজ৷ যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে এবার এলাকাবাসীরা -উদ্যোগী হলেন৷
দুই ড্রাগস সেবনকারীকে হাতেনাতে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা৷ ঘটনা শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টা নাগাদ৷ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট তুইমধু বাজার সংলগ্ণ এলাকায় সচেতন নাগরিক অজ্ঞাত পরিচয় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখেন৷ সন্দেহ বশত তাদেরকে আটক করেন৷ দুজনের থেকে মোট ১৪ কৌটা ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয় এলাকাবাসী৷ আটক দুই যুবক হল তেলিয়ামুড়া থানাধীন জহওর কলোনি আই.এস অফিস সংলগ্ণ এলাকার বাসিন্দা নিতাই দে এবং চামপ্লাই এলাকার অপর এক যুবক৷ তাদেরকে আটক করে এলাকাবাসী৷
যদিও চামপ্লাই এলাকার ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ তবে এলাকার জনগণ নিতাই দে নামে যুবককে উত্তম-মধ্যম দিয়ে এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামে এক ব্যক্তির নাম জানতে পারেন৷পরে এলাকার সচেতন নাগরিক নিতাই দেকেও উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷পলাতক যুবককে আটক করার জন্য স্থানীয় জনগণের কাছে দাবি জানানো হয়েছে৷এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামের ওই যুবককে কবে নাগাদ পাকড়াও করতে সক্ষম হয়৷

