BRAKING NEWS

গ্রামের সকলকে টিকার দু’টি ডোজ দেওয়া নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে ত্রস্ত ভারত। শহর থেকে গ্রাম, সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কিন্তু, করোনাকে যেভাবেই হোক গ্রামে পৌঁছনো রুখতে হবে, শনিবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ” গ্রামের সকলে যাতে টিকার দু’টি ডোজ পান তা নিশ্চিত করতে হবে।” মোদী এদিন বলেছেন, “আপনাদের অংশগ্রহণেই সফল হবে টিকাকরণ কর্মসূচি। কোনও গরিব অথবা অভাবীকে মানুষ যাতে না খেয়ে ঘুমোতে না হয়, সেজন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা শুরু করা হয়েছে।”


এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এক বছর আগে আমরা যখন পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে দেখা করেছিলাম, তখন গোটা দেশ করোনার বিরুদ্ধে লড়াই করছিল। সেই সময় আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করেছিলাম, করোনা যাতে গ্রামে পৌঁছতে না পারে, সেই লক্ষ্যে নিজেদের দায়িত্ব পালন করুন। আপনারা করোনাকে গ্রামে তো পৌঁছতে দেননি, পাশাপাশি গ্রামে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ বছরও করোনাকে গ্রামে পৌঁছতে না দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে আমাদের কাছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সময়ে সময়ে দেওয়া নির্দেশিকা সঠিকভাবে যাতে গ্রামে পালন করা হয় তা নিশ্চিত করতে হবে আমাদের। এখন আমাদের কাছে ভ্যাকসিনের সুরক্ষাকবচ রয়েছে। গ্রামের সকলে যাতে টিকার দু’টি ডোজ পান তা নিশ্চিত করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *