করোনা আক্রান্ত ডাক্তার কিংশুক দত্তের জীবনাবসান

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.)৷৷ করোনা আক্রান্ত হয়ে ত্রিপুরার প্রথম সারির সৈনিক ডা: কিংশুক দত্ত প্রয়াত হয়েছেন৷ আজ বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যু-তে ত্রিপুরায় সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷
ইতিপূর্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন৷ সম্প্রতি পুণরায় করোনা আক্রান্ত হন৷ তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি দেখে উন্নত চিকিতার জন্য তাঁকে কলকাতায় পাঠানো হয়েছিল৷ কিন্ত, চিকিতকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ তিনি প্রয়াত হয়েছেন৷


তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রখ্যাত চিকিতসক লেফটেনেন্ট কর্নেল কিংশুক দত্তর প্রয়াণে আমি গভীর শোকাহত৷ দ্বিতীয়বার তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর জীবনাবসান রাজ্যের চিকিতসা জগতে বড় ক্ষতি৷ আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি এবং তাঁর পরিবারবর্গকে জানাই গভীর সমবেদনা৷ এদিকে, ত্রিপুরায় চিকিতক মহলও তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন৷


এদিকে, অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস এসোসিয়েশন (এ টি জি ডি এ) ডক্টর কিংসুক দত্তের অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করছে৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ত্রিপুরা হেলথসার্ভিস এ কর্মরত ছিলেন৷ ডাক্তার কিংসুক দত্ত ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, উদার মনের মানুষ ও বন্ধুবৎসল অভিভাবক৷ এই ক্ষতি গোটা রাজ্যের জন্য অপুরনীয়৷ করোনা ভাইরাসের বিরুদ্ধে তিনি সামনে থেকে লড়াই চালিয়ে গেছেন৷ ডাক্তার দত্তের পরিবারের সবাইকে এটিজিডিএ গভীর সমবেদনা জ্ঞাপন করে ও এই সুপরিচিত চিকিৎসকের মৃত্যুতে,সংগঠন স্বজন হারানোর বেদনায় ব্যাথাতুর৷ ভগবান তার আত্মার শান্তি দিন৷